ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

রাজশাহীর আদালতে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা

মন্ত্রিত্ব আর দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানসহ দুই জনের বিরুদ্ধে রাজশাহীর আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আরেকজন আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল। রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন বগুড়ার আইনজীবী একেএম সাইফুল ইসলাম।


মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করা এবং কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারীবিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন মুরাদ হাসান।বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইসমত আরা বলেন, ‘বিচারক মামলা গ্রহণ করে আদেশও দিয়েছেন। তবে এখনও আদেশের দিনটি পাইনি।’

ads

Our Facebook Page